বাংলাধারা প্রতিবেদন »
মরণব্যাধি করোনাভাইরাসের কারণে চট্টগ্রামসহ অচল হয়ে পড়েছে সারাদেশ। বন্ধ রয়েছে সকল ধরণের প্রতিষ্ঠান। আর এই চরম বিপর্যয়ে উপার্জন না থাকায় নানা সংকটে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। আর তাদের মুখে হাসি ফোটাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের তদারকিতে চট্টগ্রামের প্রায় ১৭ হাজার দরিদ্র পরিবার পাবে খাদ্যদ্রব্য।
জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসন দরিদ্র পারিবারগুলোর কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেবে।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাধারাকে বলেন, করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টার কোন ত্রুটি রাখছেন না। আমি জনগণের প্রতি আহবান জানাবো, আপনারা সরকারের উপর আস্থা রাখুন, সরকারের দিক নির্দেশনা মেনে চলুন। নিরাপদে বাসায় অবস্থান করুন। আমরা ইনশাল্লাহ এই দুর্যোগ মোকাবেলা করতে পারব।
তিনি আরো বলেন, করোনার প্রভাবে সব বন্ধ রয়েছে। তাই অসহায় মানুষদের উপার্জন নেই বললেই চলে। সমাজের বিত্তবানদের তাদের সাধ্যমতো অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানাই।
বাংলাধারা/এফএস/টিএম