১২ জুলাই ২০২৫

নওফেল ও বিপ্লব বড়ুয়ার উদ্যোগে চমেকে বসছে সিভাসুর পিসিআর মেশিন

বাংলাধারা প্রতিবেদন »  

শিক্ষা উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ধারে পিসিআর মেশিন এনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) দ্রুত করোনা পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) চট্টগ্রাম বিভাগীয় করোনা বিষয়ক সেলের সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) করোনার নমুনা পরীক্ষার অনিশ্চয়তা কেটে যাচ্ছে। আগামীকালই সিভাসু থেকে ধার করা একটি পিসিআর মেশিন স্থাপিত হবে চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ বলেন, সিভাসু থেকে পিসিআর মেশিন এনে চমেকে স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুই একদিনের মধ্যে মেশিনটি স্থাপন করা হবে।

এর সঙ্গে ত্রুটি সারানো মেশিনটি যুক্ত করা হলে করোনার নমুনা পরীক্ষায় আরও গতিশীলতা আসবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন