বাংলাধারা ডেস্ক »
পরীক্ষার হলে নকল করতে বাঁধা দেয়ায় পাবনার শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের এক প্রভাষককে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। নিন্দার পাশাপাশি দাবি উঠেছে এঘটনায় জড়িতদের গ্রেফতারের।
ওই কলেজ শিক্ষকের নাম মাসুদ আহমেদ। তিনি ৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করেন।
জানা গেছে, গত ৬ মে এইএসসি পরীক্ষার উচ্চতর গণিত পরীক্ষা ছিল।পরীক্ষা চলাকালীন দুজন শিক্ষার্থী একে অপরকে নকল করার চেষ্টা করলে প্রভাষক মাসুদ আহমেদ বাধা দেন।
এ ঘটনার জেরে গত ১২মে ব্যক্তিগত মোটর বাইকে চড়ে কলেজ থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হলে কলেজের প্রধান ফটকের সামনে মাসুদ আহমেদকে আটকায় কিছু বহিরাগত যুবক। তারা তাকে মারধর করে।এক পর্যায়ে তার পিঠে লাথি মারে এক যুবক।কলেজের প্রধান ফটকের সিসিটিভি কেমেরায় ধরা পড়ে এ দৃশ্য। যা পরবর্তিতে ভাইরাল হয় ফেসবুকে।
প্রভাষক মাসুদ আহমেদকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
হামলার নিন্দা জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।
বায়লাধারা/এফএস/এমআর