বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদ এলাকায় ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়েছে ৪ জন শ্রমিক। তাদের মধ্যে ৩ জন আশঙ্কাজনক। ওই তিনজনকে অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে অ্যাম্বুলেন্স যুগে তাদের ঢাকায় নেওয়া হয়। অগ্নিদগ্ধ চারজনের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরিত ৩ জন হলো- মো. শাহ আলম (৩৫), মো. বাবুল (৩৪) ও সবুজ মিয়া (১৭)। তাদের মধ্যে মোহাম্মদ নজরুল (৬০) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এএ