১৫ জুলাই ২০২৫

নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ জনকে চসিকের জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর আগ্রাবাদ ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা দখলমুক্তসহ তিন জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) আগ্রাবাদ ও বাকলিয়া এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২০টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চেীধুরী বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনকল্পে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বাদামতলী মোড়ের কেরানী বাড়ী সড়কের নালার উপর অবৈধ দখল উচ্ছেদ করে এলাকার পানি চলাচলের পথ সুগম করা হয়।

এছাড়া পূর্ব বাকলিয়া ওয়ার্ডে ওয়াইয়াজার পাড়া এলাকায় অবৈধভাবে খালের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরী করে জলবদ্ধতা সৃষ্টির কারণে খালের জায়গা থেকে প্রায় ২০টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তা ও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানায় এ কর্মকর্তা।

এ অভিযানে আরো অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন