বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকা থেকে অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পু্লিশ। সোমবার (২৭ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি ভোলা জেলার সদর উপজেলার দিঘলদী এলাকার মো. জাকির হোসেন প্রকাশ আবসারের ছেলে রবিউল হোসেন প্রকাশ মামুন (২৬)।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত মামুন নগরীর পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে রবিউল ছিনতাই করতে সক্রিয় হয়েছিল বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি