বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলী থানাধীন হাজী কালামিয়া বাই লেন এলাকা ২ হাজার ৪ শ‘ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার ( ১ জুন) সকাল ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি হলো চট্টগ্রামের ছেরাজল হকের ছেলে নুর আলম (৩৯)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী থানাধীন হাজী কালামিয়া বাই লেন এলাকা ২ হাজার ৪ শ‘ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি