বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
শনিবার (২ নভেম্বর) সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতের নাম- আব্দুর রহিম (৩৫)।
পুলিশ জানায়, নগরীর বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস