ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

নগরীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাভ্যান চালক নিহত

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কর্ণেল হাট এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় এক রিকশাভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আকবর শাহ থানাধীন কর্ণেল হাট সিডিএ ১ নম্বর রোডের পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাধারাকে জানান, একটি দ্রুতগামী কাভার্ডভ্যান বিপরিত দিক থেকে আসা একটি রিকশাভ্যানকে চাপা দিলে রিকশা ভ্যানের চালক ঘটনা স্থলেই নিহত হয়। লাশটি উদ্ধার করে চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

ওসি জসিম আরো জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে তার চালক ও সহকারী পলাতক রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ