ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

নগরীতে কিশোরীকে ধর্ষণ, ভণ্ড পীর গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজিদ বোস্তামিতে ঝাড়ফুঁকের নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের  অভিযোগে মো. নেজাম উদ্দিন (৪২) নামে এক ভণ্ড পীরকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

রোববার (১৮ আগস্ট) রাতে ওই কথিত পিরকে গ্রেপ্তার করা হয়। নেজাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার সাহাবুদ্দিন চৌধুরীর ছেলে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, আরেফিন নগরীর মুক্তিযোদ্ধা কলোনি সংলগ্ন পাহাড়ে তার কথিত আস্তানা। ওই আস্তানার পাশেই একটি ছোট দোকান চালান ধর্ষিতা কিশোরীর বাবা। ১৫ দিন আগে কুমিল্লা থেকে এক নারী তার প্রতিবন্ধী সন্তানকে ঝাড়ফুক করাতে ওই আস্তানায় আসেন।

“আস্তানার পাশে খানকায় নারীদের থাকার ব্যবস্থা আছে। ওই নারী রাতে একা সেখানে থাকতে ভয় পাচ্ছেন, দোকানিকে এমন কথা বলে তার মেয়েকে ওই নারীর সাথে থাকতে বলে নেজাম।”

“দোকানি সরল বিশ্বাসে তার মেয়েকে সেখানে পাঠায়। পরে রাতে ওই কিশোরীকে নেজাম কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এভাবে পাঁচদিন ধর্ষণের পর মেয়েটি ঘটনা পরিবারকে জানায়।” অভিযোগ পাওয়ার পর রোববার রাতে পুলিশ নেজামকে তার আস্তানা থেকে গ্রেপ্তার করে। নেজামের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন