বাংলাধারা প্রতিবেদন »
নগরীর রিয়াজ উদ্দিন বাজারের এসএম টাওয়ারে অভিযান চালিয়ে ২৬টি চোরাই মোবাইল ও ২৫০’শ পিচ ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) এ অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতের নাম- মোঃ জাহেদ প্রকাশ জাহিদ (২৩)। সে চট্টগ্রামের হাজীপাড়া,লোহাগড়া এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন স্থান থেকে সংগৃহীত চোরাই মোবাইল সেট গুলো বিক্রির জন্য সে এবং তার সহযোগী কলিন প্রকাশ খলিল (২৫) রিয়াজ উদ্দিন বাজারের এসএম টাওয়ারে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সূত্রের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় আসামী খলিল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ১টি ল্যাপটপ, ৩টি আই প্যাড ,২৬টি মোবাইল সেট সহ ২৫০’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হলে নগরীর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ইং ৪১৩ ধারায় পৃথক দুইটি মামলা রুজু হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস