ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

নগরীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (১৪ মে) ভোরে উদ্ধারের পর সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় আল আমিন গলির ভাড়াটিয়া বাসিন্দা চান মিয়ার ছেলে মো. রাজু (২২)।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সকাল সাড়ে ৬টার দিকে তৈয়ব নামে এক রিকশাচালক হাজীপাড়া এলাকা থেকে রিকশা নিয়ে যাবার সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রাজু’র পেটে ছরিকাঘাত ছিল। পরে ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন আরও , পরে ডবলমুরিং থানা পুলিশ হাসপাতালে গিয়ে রাজু’র পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে। নিহত রাজু’র লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন