বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি কারখানার সামনে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। রোববার (২৬ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি লক্ষ্মীপুর জেলার চন্দ্রনগরের আলী হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত রুবেল (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িড় উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে চমেক হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি