বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকার ‘মেসার্স সুইটি ট্রেডার্স’ নামের নকল কয়েল কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা কাঠগড় এলাকার পশ্চিম মুসলিমাবাদস্থ এই কয়েল কারখানায় সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর এনএসআই’র তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর এনএসআই ও মেট্রো এনএসআই সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। কারখানাটি থেকে ৭ লাখ টাকার মালামাল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে জানান, নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকার একটি কয়েল ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়েছে। আরেকটি কারখানার কাগজপত্র পরীক্ষা করে দেখছি আমরা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ