বাংলাধারা প্রতিবেদন »
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্যপণ্যে কৃত্রিম রং ব্যবহারের দায়ে ৯ প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় তদারকিমূলক অভিযানে এ সব জরিমানা করা হয়।
নগরীর পতেঙ্গা, আকবরশাহ্, পাহাড়তলী, খুলশি ও কোতোয়ালী থানা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
পতেঙ্গা থানার কাটগড় বাজারের বিসমিল্লাহ্ ফার্মেসিকে মূল্য ঘষামাজা করে বেশি দামে ঔষধ বিক্রয় এবং ছাপা সংবাদপত্রে খাবার সংরক্ষণ, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পতেঙ্গার ভাই ভাই হোটেলকে ১০হাজার টাকা করে জরিমানা করে সতর্ক করা হয়।
মেয়াদ উত্তীর্ণ পণ্য, নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রয়ের জন্য একই এলাকার জোহরা ডিপার্টমেন্টাল স্টোরকে ৫হাজার টাকা, কর্ণেল হাটের জামাল এন্ড সন্সকে অননুমোদিত কৃত্রিম রং বিক্রয়, রঙ মিশ্রিত নকল চেরি ও রঙ মিশ্রিত মিষ্টি জিরা (মৌরি) বিক্রয়ের জন্য ৩০হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ড্রিংকস সংরক্ষণের জন্য লালখান বাজারের নূর উদ্দিন ফ্রুটসকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড়তলী থানার বিটাক এলাকার জিম রেস্তোরাঁকে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পরিবেশনে ছাপা সংবাদপত্র ব্যবহার, নোংরা কাগজে প্রস্তুত ঠোঙ্গায় খাদ্যদ্রব্য সরবরাহ ও জমানো নোংরা পানিতে বাসনপত্র ধৌত করায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। কর্নেলহাট কাঁচা বাজারে পেঁয়াজের বাজার তদারকি করে রফিক সওদাগরের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করে বেশিদামে পেঁয়াজ বিক্রয় করায় ৪হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
লালখান বাজার এলাকায় ছালমা ফ্রুটকে পোকাযুক্ত চকোলেট বিক্রয় করায় জনৈক অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ২০হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে অভিযোগকারীকে ২৫% হারে ৫হাজার টাকা{৭৬(৪) ধারায়} ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হয়।
কোতয়ালী থানা মোড়ের মধুবন অভিজাত মিষ্টি বিপনীকে বাসি মিষ্টি বিক্রয়ের অপরাধে জনৈক অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ২০ হাজার টাকা জরিমানা করে অভিযোগকারীকে তাৎক্ষনিকভাবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
বাংলাধারা/এফএস/টিএম