বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরীর রেলওয়ের জায়গার উপর ৫০০ শয্যা বিশিষ্ট বহুমুখী বিষেশায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সাথে ইউনাইটেড এন্টারপ্রাইজ লি.-এর সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রেলভবনের সম্মেলন কক্ষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে করা হাসপাতালের চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার/ব্রিজ ও প্রকল্প পরিচালক আহসান জাবির এবং ইউনাইটেড গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ।
চট্টগ্রামের সিআরবি এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০০ আসন বিশিষ্ট মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। মোট ছয় একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত হবে। এখান থেকে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ২০% কম মূল্যে সেবা প্রদান করবে।
৫০ বছর পরে নির্মাণকারী প্রতিষ্ঠান রেলওয়ের কাছে হাসপাতালটি হস্তান্তর করবে। এই হাসপাতাল নির্মাণের সম্ভাব্য ব্যয় ৩৯৮.৯৮ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আল কামাল সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান, ইউনাইটেড গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ