বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলী রোড এলাকার গোলাম রসুল মার্কেটের সামনে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীসহ দুই জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত একজন পলাতক রয়েছে।
গত রোববার (২৪ নভেম্বর ) রাত সাড়ে নয়টার দিকে এসআই মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো- ইমরানুল হক নয়ন (২৮), মোঃ জাহেদুল ইসলাম (১৯) ও মোঃ নাজিম উদ্দিন (২৮)।
নয়ন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার পণ্ডিত বাড়ির মোঃ জাকারিয়ার ছেলে। জাহেদুল চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আবুল হোসেনের ছেলে ও এম কে সুপার মার্কেট এন এস ফ্যাশনের কর্মচারী। নাজিম চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মৃত বাবুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের পর তারা জানায়, ইয়াবা ট্যাবলেটগুলো পলাতক আসামী মোঃ তৌহিদুল ইসলাম (২৯) এর নিকট হতে পাইকারী দামে ক্রয় করে রেয়াজ উদ্দিন বাজার এলাকায় খুচরা বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছিলো তারা।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা