বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আমবাগান এলাকায় পেটে স্ক্রুপ ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর খুলশী থানার আমবাগান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নাহিদ (২১) বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রিল লাগানোর কাজ করতেন। তার বাড়ি সিলেট এবং থাকতেন চট্টগ্রামের আমবাগান এলাকায়।
পুলিশ জানায়, নাহিদের বাবা আবদুল্লাহ কাউন্সিলর অফিসের সামনে জাবেদ গ্যারেজে কাজ করেন। জাবেদ গ্যারেজের মেকানিক মো. সোহেল পূর্ব বিরোধের জেরে নাহিদকে খুন করে পালিয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় নাহিদকে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত মো. সোহেলকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।
বাংলাধারা/এফএস/এএ