বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে শাহ আলম ভবনের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, মো. আরিফ (৩৫) এবং তার মেয়ে বিবি ফাতেমা (৪)। পেশায় আবু তাহের দিনমজুর ছিলেন বলে জানা যায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, গলায় ছুরিকাঘাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করলে এলাকাবাসী। তবে হত্যার বিষয়ে কোনো কিছু জানা যায় নি এখনো পর্যন্ত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মা নাসিমা আক্তার ও খালা হাসিনা আক্তারকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
বন্দর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নিমতলা এলাকায় একটি ভবনের বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে রক্তমাখা ছোরাও পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এএ