বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মার্শা বাসের ধাক্কায় ‘পাঠাও’র রাইড শেয়ারিং মোটর সাইকেলের এক চালক নিহত হয়েছেন। একই ঘটনায় মটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি বাকলিয়ার কালামিয়া বাজারের আব্দুর ছোবহান রোড এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আজাদ (৩০) ।
আহত মটরসাইকেল আরোহী একই এলাকার আব্দুল করিমের ছেলে ইমরান (২৭) । চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, মার্শা পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই মোটর সাইকেলের যাত্রী ও চালক আহত হন। মুমূর্ষু অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার চালক মো. আজাদকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী ইমরানকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি