১২ জুলাই ২০২৫

নগরীতে শাহজালাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর চকবাজারে মেরন সান স্কুল এন্ড কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০১৯ পালন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখা।

বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান খন্দকার রফিক উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ।

আন্দরকিল্লা শাখার এক্সিকিউটিভ অফিসার হাবিবুর রহমান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি শরিয়াহ ভিত্তিক ব্যাংক যা ইতোমধ্যে অগণিত মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদুল হক। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং একাউন্ট খুলে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন