বাংলাধারা প্রতিবেদন »
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মাদ এরশাদুল আলমসহ (৩৯) ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আবুল মোহাম্মাদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক বলে জানান আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের আলাদা ৭টি টিম সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের অন্যান্যরা হলেন, ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫) ও মো. সম্রাট (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ৭টি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ এ ১৫ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।
গত প্রায় ছয়মাস ধরে এই চক্রটির ওপর নজর রাখে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল (শুক্রবার) সাত দলে ভাগ হয়ে ৫০ জন পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেয় বলে জানান পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ