১২ জুলাই ২০২৫

নগরীতে ১৬ কোটি টাকা মূল্যের কোকেইনসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের ১ কেজি কোকেইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার সময় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যাক্তি মোঃ আনোয়ার হোসেন (৩৫) ফেনী জেলার ছাগলনাইয়া থানার সওদাগর বাড়ির মোঃ কামাল হোসেনের ছেলে।

র‌্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে জানতে পারা যায়, নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে আজ বেলা আড়াইটার সময় র‌্যাবের একটি আভিযানিক দল হালিশহর থানাথীন বড়পুল এলাকার পিসি রোডস্থ মেসার্স মজুমদার এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আনোয়ার হোসেনকে আটক করা হয়।

আটককৃতের দেহ তল্লাশী করে, তার হাত থেকে খবরের কাগজে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি সাদা পাউডার জাতীয় মাদক কোকেইনসহ তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, সে দীর্ঘদিন যাবত নগরীর বিভিন্ন পাইকারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে কম মূল্যে কোকেইন সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত কোকেইনের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।

আটককৃত ব্যাক্তি এবং উদ্ধারকৃত মালামাল নগরীর হালিশহর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে জানায় র‌্যাব-৭।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন