১৫ জুলাই ২০২৫

নগরীতে ২৮ বোতল বিদেশি মদসহ ২ জন আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি বিশেষ টিম নং-০২ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদসহ মো. জিল্লুর রহমান (৩৩) ও মো. শফিক (২৮) এই দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন