বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে লুন্ঠিত মোবাইল ও অস্ত্রসহ ছিনতাইয়ের মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শনিবার( ৪ মে ) দিবগিত রাতে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম জেলার সিরাজুলে ছেলে মোঃ সিরাজ ( ১৯ ) ও নূর আহাম্মদের ছেলে মোঃ ওমর ফারুক ( ১৯ )। রোববার ( ৫ মে ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনান বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ নেজাম উদ্দিন।
ওসি বলেন, আসামীরা গত শুক্রবার রাত ৯ টার দিকে নতুন ব্রীজ এলাকায় পটিয়া সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র মোঃ আবু তারেক নামে এক ছাত্রের মোবাইল ফোনটি ছিনতাই করার জন্য ছুড়ি দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি মামলা করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতায়ের কাজে ব্যবহৃত টিপ ছুড়ি, একটি খেলনা পিস্তল, নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। অন্যদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি