বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আকবরশাহ থানাধীন জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
শনিবার (৯ নভেম্বর) রাত ২ টা ২০ মিনিটের দিকে নগরীর জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে রাস্তার পশ্চিম পাশে জামান হোটেল’স মেজবানী এন্ড কাবাব হাউজ এর সামনে পাকার রাস্তার উপর একটি বিশেষ চেক পোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে র্যাব।
আটককৃতরা হলেন, মোঃ তুহিন ইসলাম (২৯) ও ড্রাইভার নুর জামাল (৩০)। তুহিন ঢাকার টিপু সুলতান রোডের মোঃ সাইদুল ইসলাম ও জামাল ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মোল্লা বাড়ীর নুরনবীর ছেলে।
র্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে নগরীর খুলশী থানাধীন জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে রাস্তার পশ্চিম পাশের জামান হোটেল’স মেজবানী এন্ড কাবাব হাউজ এর সামনে পাকার রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারকে তল্লাশির জন্য সংকেত দিলে প্রাইভেটকার এর ড্রাইভার গাড়িটিকে না থামিয়ে র্যাবের চেকপোস্ট অতিক্রম করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
পরে তল্লাশী করে প্রাইভেটকারের ড্রাইভিং সিটের বাম পাশে ডেক্সবোর্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পর সহায়তায় উক্ত প্রাইভেটকারের মাধ্যমে চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা টাকা।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম