বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে ফণীর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪মে) দুপুর ৩ টায় নগরীর ইপিজেড আকমল আলী রোডের পকেট গেইটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম- নূর নবী (২৫)। সে সুলতান সর্দারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার সত্যতা নিশ্চিত করে বাংলাধারাকে জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ডুবে ছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় নূর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম