বাংলাাধারা প্রতিবেদন »
ঈদ-উল-আযহা উপলক্ষে নগরীতে বসা গরু বাজারের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান।
বৃহষ্পতিবার (৮ আহস্ট) গরু বাজার পরিদর্শনকালে কোরবানীর গরু বিক্রয় সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বিক্রেতা ও বাজারের ইজারাদারদের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, গরু বাজারের সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। অজ্ঞানপার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন থাকার পরামর্শ দেন এবং যেকোন প্রয়োজনে পুলিশি সহায়তা নেওয়ার জন্য আহবান জানান।
এসময় উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গরু বাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর