৮ জুলাই ২০২৫

নগরীর পোর্ট কলোনীতে অসহায়দের পাশে নওফেল ও রেজাউল

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল (এমপি) ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৬ মে) অসহায় দুঃস্থ মানুষের কাছে এসব খাদ্র সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকবে। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।

রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের যেকোনো দূর্যোগ মুহুর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় গণমানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনার এ মহামারিতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসেছেন। মানুষের জন্য কাজ করছেন। আর মানুষের পাশে থাকা আমার চিরাচরিত স্বভাব। মানুষের জন্য আজীবন সাধ্যমতো করে যেতে চাই। করোনা মহামারি থেকে বাচঁতে সরকারী নিদের্শনা মেনে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ