বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে কঠোরভাবে পালন করা হচ্ছে সরকার ঘোষিত বিধিনিষেধ। আর এই বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়ন করতে তৃতীয় দিনেও মাঠে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীতে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৩ জুলাই) সকালে নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট, হালিশহর, জিইসি, বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন মোড়, একে খান, সিটি গেইট এলাকা ঘুরে দেখা গেছে দোকানপাট বন্ধ। তবে মূল সড়কে স্বল্প সংখ্যক রিকশার পাশাপাশি ট্রাক ও প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে।

চট্টগ্রাম নগরীর প্রবেশপথ সিটি গেট, নতুন ব্রিজ, অক্সিজেন মোড়সহ ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়েছে মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রামের নতুন ব্রিজ ও সিটি গেট এলাকায় সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া নগরীর বিভিন্ন রুটে পুলিশ টহল দিতে দেখা গেছে। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। অলিগলিতে কিছু মানুষ বের হলেও বেশিরভাগ রাস্তাঘাট রয়েছে ফাঁকা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও সকাল থেকে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। নগরীর চারটি প্রবেশপথসহ মোট ১৬টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। গাড়ি চেক করার পাশাপাশি যারা জরুরি প্রয়োজনীয় কাজে বের হয়েছেন তাদের চলতে দেওয়া হচ্ছে। আর বিনা কারণে বের হলে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত অযাচিত কাউকে গাড়ি নিয়ে বের হতে দেখা যায়নি।’

শ্যামল কুমার নাথ বলেন, সরকারি আদেশ পালন করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য যেন সাধারণ মানুষের সাথে অযাথা খারাপ ব্যবহার না দেয় সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। একই সাথে যাদের মুখে মাস্ক নেই, তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।’

শনিবার নগরীর প্রবেশপথ সিটি গেট এলাকায় চেকপোস্টে উপস্থিত ছিলেন, এসি (ট্রাফিক) মমতাজ উদ্দীন, এসি পশ্চিম মুকুর চাকমা, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জহির উদ্দীন, টি আই আকবরশাহ এস.এম. শওকত হোসেন, পি আই আকবর শাহ অনীল চাকমা ও ওসি তদন্ত আকবরশাহ থানা আমিনুল ইসলাম ।
বাংলাধারা/এফএস/এআর