বাংলাধারা প্রতিবেদন »
ইপিজেড ও পতেঙ্গা থানাধীন স্টীলমিল বাজার, কাটগড় বাজার ও নেভি হাসপাতাল গেইট বাজার এলাকায় সার্ভিল্যান্স অভিযান চালিয়েছে বিএসটিআই। অভিযানে বাজার থেকে বিভিন্ন ধরণের নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
শনিবার (২৫ মে) দুপুরে অভিযানটি পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা বাংলাধারাকে বলেন, ইপিজেড ও পতেঙ্গা থানাধীন স্টীলমিল বাজার, কাটগড় বাজার ও নেভি হাসপাতাল গেইট বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ড্রিংকিং ওয়াটার বাজারজাতকারী নাম ঠিকানাবিহীন প্রতিষ্ঠানের প্রায় ২৫০ টি জার ধ্বংস করা হয়।
একই সাথে মহামান্য হাইকোরটের নিষেধাজ্ঞাককৃত ৫২ টি পণ্যের মধ্যে বাজারে পর্যবেক্ষণে পাওয়া বিভিন্ন দোকান হতে প্রায় ১০৫ কেজি এ সি আই ও মোল্লা লবণ , ১২ কৌটা বাঘাবাড়ী স্পেশাল ঘি জব্দ করা হয়। এছাড়া, বিভিন্ন দোকান হতে লাইসেন্সবিহীন মুড়ি ও বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত রেডি টি পণ্য মানচিহ্ন ব্যবহার করায় (বিএসটিআই লোগো) জব্দ করা হয় বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি