চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় বিএনপির এক নেতা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। ময়লার ভাগাড় থেকে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার তুলে বিক্রির আধিপত্য সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি কর্পোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় ওই যুবক মো. জসিমকে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন (২৫) আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়। তার বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী।
স্থানীয় সূত্র জানিয়েছে, ময়লার ভাগাড়ে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করতেন জসিম। পরে তিনি সেগুলো বিক্রি করতেন। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সাথে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান বাংলাধারাকে বলেন, ময়লা ব্যাবসা নিয়ে স্থানীয় আরেক পক্ষের সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হ্য় তাকে। পরবর্তিতে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এঘটনায় এখনো কোনো মামলা হয় নি।