অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা, রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী’র মাতা নমিতা চক্রবর্ত্তী বুধবার (২৭ মার্চ) দিনগত রাতে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বুধবার সকাল ১১টায় তার পারিবারিক মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দ মহারাজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি তাপস হোড়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, শান্তিনিকেতন সার্বজননী, উদয়ন কৃষ্ণ মন্দির, রাঙ্গুনিয়া সনাতন নাগরিক সমিতিসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।