ksrm-ads

১১ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

নাগরিক টিভির ব্যুরো প্রধান এ কে আজাদের পিতার ইন্তেকাল

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সদস্য ও নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান একে আজাদের পিতা আবদুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ ছোটপুলস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আবদুল মান্নান চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক এবং বন্দর ডক সিবিএর অফিস সেক্রেটারি ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর আগ্রাবাদ ছোটপুলস্থ শেখ দেওয়ান আলী সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম এক বিবৃতিতে একে আজাদের পিতা আবদুল মান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন