বাংলাধারা প্রতিবেদন »
শিবিরের ক্যাডার হলেও আ জ ম নাছির মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই বদলে যায় দুর্ধর্ষ সন্ত্রাসী ফিরোজের অপরাধের ধরন ও রাজনৈতিক পরিচয়। রাতারাতি তিনি বনে যান নগর যুবলীগ নেতা। অভিযোগ রয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী দিদারুল আলমের হাত ধরেই ঘনিষ্ঠতা গড়ে উঠে আ জ ম নাছিরের সঙ্গে।
বিভিন্ন সময়ে নগরের মুরাদপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় নিজেকে যুবলীগের নেতা দাবি করে ব্যানারও লাগিয়েছিলেন ফিরোজ। মুরাদপুরে টাঙানো একটি বিলবোর্ড ব্যাপক আলোচনায় আসে ২০১৫ সালের শেষের দিকে। বহুল সমালোচিত ওই ব্যানারে ফিরোজের ছবি ও নামের পাশে লেখা ছিল ‘যুবলীগ নেতা’। বিলবোর্ডে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির, সাবেক ছাত্রলীগ নেতা দিদারুল আলমসহ আরও দুজনের ছবি ব্যবহার করা হয়েছিল। দিদারুল আলমকে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চান বলে দাবি তুলে ওই ব্যানারটি লাগিয়েছিলেন ফিরোজ।

রাজনৈতিক সূত্রগুলো জানায়, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলমের হাত ধরেই মেয়র আজম নাছিরের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় ফিরোজের। পরে নাছিরের সঙ্গে এ সম্পর্ক টিকিয়ে রাখতে ফিরোজ সহযোগিতা নেন মেয়রের অনুসারী জাবেদুল আলমের। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের এই সহযোগীকে নিয়মিতভাবে মেয়র নাছিরের আশেপাশে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও। এছাড়া মহানগর যুবলীগের আরেক সদস্য জাবেদুল আলমের সাথেও ফিরোজের ঘনিষ্ঠতা দেখা গেছে। মূলত এই দুজনের সহযোগিতায় নিজেকে ‘যুবলীগ নেতা’ পরিচয় দিয়ে আসছে ফিরোজ।
পুলিশের তালিকায় শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী হলেও বিভিন্ন সময়ে নিজেকে যুবলীগ নেতা, মেয়র আ জ ম নাছিরের অনুসারী পরিচয় দিয়ে, কখনও গোপনে আবার কখনও প্রকাশ্যে নগরজুড়ে একের পর এক অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল ফিরোজ।
পুলিশ বলছে, যুবলীগ পরিচয় দিয়ে ফিরোজসহ সাজ্জাদের একাধিক সহযোগী নগর দাপিয়ে বেড়াচ্ছে। কখনও প্রকাশ্যে, আবার কখনো গা ঢাকা দিয়ে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।
ফিরোজ কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার আবদুল হামিদের ছেলে। চাঞ্চল্যকর তাসফিয়া হত্যা, শেভরন ডায়াগনস্টিক সেন্টার ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, শুক্রবার (১ মে) ভোরে বায়েজিদ থানা এলাকার বনানী আবাসিকের সামনে থেকে ফিরোজকে গ্রেফতার করেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম। এ সময় ফিরোজের কাছে ৫৪০ পিস ইয়াবা পাওয়া গেছে। পরে পাঁচলাইশ থানা এলাকার শ্যামলী আবাসিক এলাকায় ফিরোজের বাসায় অভিযান চালিয়ে ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম