বাংলাধারা ডেস্ক »
নাজিরহাট কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মাহমুদ সালাহউদ্দিন। ২০২১ সালের ১৮ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার নাজিরহাট কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত এক সভায় মাহমুদ সালাহউদ্দিনকে সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিধি অনুসারে ভাইস চ্যান্সেলর যে কোন সময় যে কোন ব্যক্তিকে গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে মনোনয়ন দিতে পারেন।
বাংলাধারা/এফএস/এআর