ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

নাটকের শুটিং নিয়ে নতুন নীতিমালা

বিনোদন ডেস্ক »

টিভি নাটকের শুটিংয়ের সময়সীমা নিয়ে ভোগান্তির অভিযোগ ছিল অনেক। প্রায়ই শুটিং শেষ হতে রাত ১২টা পার হয়ে যাওয়া, গভীর রাত পর্যন্ত শুটিং করা, পারিশ্রমিক নিয়ে গড়িমসিসহ অভিযোগের অন্ত ছিল না। অবশেষে মিডিয়ার সামগ্রিক নিয়ম, শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশন (এফটিপিও)।

সংগঠনটির চেয়ারম্যান মামুনুর রশীদ ও মহাসচিব সালাহউদ্দীন লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটকের শুটিং শুরু করতে হবে সকাল ১০টায়। আর শেষ করতে হবে রাত ১১টার মধ্যে। নির্দিষ্ট সময়ের পর শুটিং করার প্রয়োজন হলে প্রতি ঘণ্টার জন্য অতিরিক্ত সম্মানী দিতে হবে। অতিরিক্ত সম্মানীর আওতায় থাকবেন অভিনয়শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জাকর, ক্যামেরাহাউস, লাইটহাউস, শুটিংহাউস, লাইটম্যান, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়, মাইক্রোবাসের মালিক ও চালক।

টিভি নাটক নির্মাণে সাধারণত কোনো চুক্তির প্রক্রিয়া অনুসরণ করা হয় না। এফটিপিওর নতুন নোটিশে চুক্তিপত্রের বিষয়ে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রযোজক, নাট্যকার, পরিচালক এবং শিল্পী-কলাকুশলীদের চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠান নির্মাণ করতে হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ