নাটোর প্রতিনিধি»
গতকাল সোমবার (১৬ আগস্ট) নাটোর জেলার আরও তিন উপজেলায় এক হাজার ২০০ অসহায় ব্যক্তিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে বসুন্ধরা গ্রপের সহায়তায় কালের কণ্ঠ শুভ সংঘ।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল, তিন কেজি আটা দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে জেলার সদর উপজেলায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ৪০০, নলডাঙ্গা উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ এবং সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪০০ পরিবারের মধ্যে উপহারের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে গতকাল শেষ হলো নাটোর জেলায় তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ কাজ।
সদর উপজেলায় খাদ্য বিতরণ কাজে ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ,পুলিশ সুপার লিটন কুমার সাহা। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, নলডাঙ্গায় খাদ্যসামগ্রী বিতরণ কাজে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন, থানার ওসি শফিকুল ইসলাম, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ।
সিংড়ায় খাদ্যসামগ্রী বিতরণ কাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিউল ইসলাম ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি এমরান আলী রানা, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
খাদ্যসামগ্রী বিতরণের কাজ তদারকি করেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত ও সাধারণ সম্পাদক সুষ্ময় দাসসহ শুভ সংঘের সদস্য বৃন্দ।
বাংলাধারা/এফএস/এফএস