সাতকানিয়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মোহাম্মদ মাঈনুদ্দিন আরাফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার মাস্টারবাড়ি এলাকার একটি পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ মাঈনুদ্দিন আরাফাত সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া আদর্শ গ্রাম এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আবদুল মান্নানের ছেলে। সে স্থানীয় নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, মাঈনুদ্দিন আরাফাত কয়েকদিন আগে মায়ের সঙ্গে জনার কেঁওচিয়ার মাস্টারবাড়ি এলাকায় তার নানা মোঃ হোসেনের বাড়িতে বেড়াতে যায়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মায়ের সাথে ঘুমিয়ে ছিল সে। এরপর দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আজ বুধবার ভোরে মাস্টার বাড়ি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।