ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

নামাজে মনোযোগ ধরে রাখার উপায়: কীভাবে শয়তানের প্রভাব মোকাবিলা করবেন?

নামাজ মুসলিম জীবনের এক গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আল্লাহ ও বান্দার মাঝে একান্ত মুহূর্ত তৈরি করে, যেখানে একজন মানুষ তার সমস্ত দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে। তবে এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময় শয়তান তার প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। তার উদ্দেশ্য একটাই—মানুষের মনোযোগ নষ্ট করা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে বাধা দেওয়া।

শয়তানের এই প্রভাব এড়াতে এবং নামাজে মনোযোগ ধরে রাখতে কিছু বিশেষ করণীয় আছে।
নামাজে মনোযোগ হারানোর কারণ
অনেকেই অভিযোগ করেন, নামাজে দাঁড়ানোর পর বিভিন্ন চিন্তা মনে আসে। এটি শয়তানের একটি কৌশল। পবিত্র কুরআনে বলা হয়েছে:“আপনার সম্মানের শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব। তবে তাদের মধ্যে একনিষ্ঠ বান্দাদের নয়।” (সূরা সোয়াদ: ৭৯-৮০)
শয়তানের এই প্রতিঙ্গা মানুষকে তার ইবাদত থেকে বিরত রাখতে সর্বদা সক্রিয়। তবে মনোযোগ ধরে রাখা সম্ভব, যদি আমরা কিছু নিয়ম মেনে চলি।
মনোযোগ ধরে রাখার কার্যকরী উপায়
নামাজের আগে সঠিক প্রস্তুতি নিন
নামাজে দাঁড়ানোর আগে মনোযোগ বাড়াতে ওজু সঠিকভাবে করুন।
এমন একটি জায়গা নির্বাচন করুন যেখানে নামাজের সময় কোনো ব্যাঘাত ঘটবে না।
মনে মনে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ভাবুন।
কুরআনের আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুননামাজের প্রতিটি আয়াতের অর্থ জানলে মনোযোগ আরও গভীর হয়। আপনি যখন সুরা ফাতিহা বা অন্য সুরা পড়বেন, তখন সেই আয়াতগুলোর অর্থ নিয়ে চিন্তা করুন।
দুনিয়াবি চিন্তা দূর করুননামাজে দাঁড়ানোর আগে সব দুনিয়াবি কাজ ও চিন্তাকে মনের বাইরে রেখে আসুন। মনে রাখুন, আল্লাহর সামনে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কাজ।
দোয়া ও জিকির করুননামাজের আগে এবং পরে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য “আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” পড়ুন। পাশাপাশি আল্লাহর কাছে একাগ্রতার জন্য দোয়া করুন।
নিয়মিত নামাজ চর্চা করুননামাজে ধারাবাহিকতা মনোযোগ বাড়াতে সাহায্য করে। নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে একাগ্রতা বাড়ে এবং দুনিয়ার চিন্তা ধীরে ধীরে দূর হয়।
কুরআন ও হাদিসের উদ্ধৃতি
কুরআনে বলা হয়েছে:“নিশ্চয়ই সফলকাম হলো মুমিনরা, যারা তাদের নামাজে খুশু অর্জন করে।” (সূরা মুমিনুন: ১-২)
হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন:“যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে।” (সহিহ বুখারি)
নামাজে মনোযোগ ধরে রাখা শয়তানের প্রভাব এড়িয়ে চলার একটি অন্যতম মাধ্যম। আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করার জন্য মনোযোগ ও একাগ্রতা অত্যন্ত জরুরি। নিয়মিত চর্চা ও আল্লাহর সাহায্য কামনা করলে নামাজে খুশু (একাগ্রতা) অর্জন করা সম্ভব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ