বাংলাধারা বিনোদন »
নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়ক অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
শাওন লিখেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সংবলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’
এর আগে এক ভিডিও বার্তায় ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার আহ্বানের পাশাপাশি অনন্ত বলেন, ‘ভিনদেশি নাটক সিনেমা দেখে সেসব দেশের নারীদের মতো অশালীন পোশাক পরার চেষ্টা করে। এতে করে আল্লাহ তোমাদের যে চেহারা দিয়েছে সেই চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়। এই তোমাদের অশালীন ড্রেসের কারণে তোমাদের ফিগারের দিকে তাকিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে বখাটে ছেলেরা এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।’
বাংলাধারা/এফএস/ইরা