১২ জুলাই ২০২৫

নাশকতা এড়াতে সতর্ক চট্টগ্রাম পুলিশ

বাংলাধারা প্রতিবেদন »

ঈদ এবং শোকাবহ আগস্টকে কেন্দ্র করে নাশকতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি ধর্মীয় উপসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাখা হয়েছে সার্বক্ষণিক পুলিশ পাহারা। সেই সাথে চলছে সারপ্রাইজিং চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন যানবাহন তল্লাশি।

সতর্কতা পেয়ে নগরের কোতোয়ালীর জামালখান, কাজীরদেউড়ি, খুলশী, বায়েজিদ, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, সিএমপি কমিশনার স্যারের নির্দেশে খুলশী থানাধীন কয়েকটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে। আমাদের টহল বাড়ানো হয়েছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশ সদর দফতরের চিঠি পেয়েছি। সতর্ক থাকতে বলা হয়েছে। আসন্ন ঈদুল আজহা ও আগস্ট মাসকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা নজরদারি বাড়িয়েছি।

তিনি বলেন, নগরের সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি আমরা।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন