ksrm-ads

৪ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

নিউজার্সিতে বাংলাদেশের নামে সড়ক

বাংলাধারা প্রতিবেদন »

বাঙালি আর ঘরকুনো নয় এখন। তারা ছড়িয়ে পড়েছে বিশ্বময়। শ্রমে ধ্যানে তারা সম্মানিত করছেন দেশকে। তেমনই এক সুখবর এলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরা‌ষ্ট্রের নিউজা‌র্সি প্যাটারসন শহ‌রে ইউ‌নিয়ন অ্যাভিনিউ সড়কের নাম প‌রিব‌র্তন করে রাখা হয়েছে – বাংলা‌দেশ বলুভার্ড।

ই‌তিহা‌সের পাতায় নাম উঠ‌লো বাংলা‌দেশ বলুভার্ড না‌মে এক‌টি গুরুত্বপূর্ণ সড়ক। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয় এবং গ‌র্বের বিষয়ও বটে। বিশেষ করে যার অবদান সব থেকে বেশি, তিনি হলেন কাউ‌ন্সিলম্যান শা‌হিন খা‌লিক। তার সুদক্ষ নেতৃত্ব প্রবাসী বাংলা‌দেশীরা পেল নিজ দে‌শের না‌মে সড়ক।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন