কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা হতে তারা নিখোঁজ ছিল। শনিবার (৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ।
তারা হলো- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ব্লকের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. রাইয়ান (৮) ও একই ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে বেশ কয়েকজন লোক বাজারে যাবার সময় রাস্তার পাশ্বে পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। বিজিবির মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে খবর দেয়া হয়। পরে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আল আমিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য মরদেহদুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জেনেছি এ দুইটি শিশু শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। শনিবার পুকুরে ভাসন্ত তাদের মরদেহ পাওয়া যায়।ৎ
রোহিঙ্গা ক্যাম্পে নিরপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অপারেশন অফিসার এএসপি মো. ফারুক আহমদ বলেন, দুই রোহিঙ্গা শিশুর খেলতে গিয়ে নিখোঁজ ছিল। নিখোজঁ সেই শিশুদুইটির মরদেহ ক্যাম্প এলাকার বাইরের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে শিশুগুলো।