ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

নিখোঁজের ২৪ ঘন্টা পর মিললো কাজলের মৃতদেহ

নিখোঁজের ২৪ ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলি নদীতে পাওয়া গেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের লাশ।
রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

কর্ণফুলী নদীর চান্দগাঁও হামিদচর এলাকায় কাজলের লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। কোস্টগার্ড লাশটি উদ্ধার করে পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুরকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন।

গতকাল শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ