ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

নিখোঁজের ৩২ ঘণ্টা পর উদ্ধার ব্যবসায়ীর মরদেহ

চট্টগ্রামের রাউজানের হালদা নদীর শাখা খালে নৌকা উল্টে নিখোঁজ ব্যবসায়ী শাহেদ হোসেন বাবু’র (৩৫) মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মদুনাঘাট এলাকার ছায়াচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এস আই মাহফুজুল হাছান বলেন, ভোর ৪টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে হালদা নদীর ছায়াচর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষ করতে তাদের বাড়িতে এসেছি।

শাহেদ হোসেন বাবু উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সিআইপি এস এম ইউসুফের ছেলে।

এর আগে গত সোমবার বিকেল ৫টার দিকে বন্যায় ডুবে যাওয়া নিজের খামার দেখতে যান শাহেদ। পরে সন্ধ্যা ৭টায় নৌকা নিয়ে ফেরার পথে উপজেলার উরকিরচর বাড়িঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও কোনও খোঁজ পায়নি।

আরও পড়ুন