ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন»

নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়া (২০)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় তার মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেন আগ্রবাদ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা।

তিনি বলেন, নিখোঁজ কলেজছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধারের পর তার স্বজনরা নিজ উদ্যোগে আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার রাত সোয়া দশটার দিকে আগ্রাবাদ মাজার গেইট এলাকার ড্রেনে পড়ে যায় সাদিয়া নামের ওই কলেজ ছাত্রী।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, প্রায় দুই কিলো মিটার পর্যন্ত এ ড্রেন বারিক বিল্ডিং মোড় পর্যন্ত গেছে। কিছু জাগায় খোলা থাকলেও বেশিরভাগ স্থানে স্ল্যাব বসানো রয়েছে৷ এছাড়া পুরো ড্রেনজুড়ে ময়লাভর্তি। তাই নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে। অবশেষে দীর্ঘ ৫ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, রাত আনুমানিক ১০ টার দিকে শাহজালাল চশমা মার্কেট, আগ্রাবাদ থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদ প্রাইম ব্যাংকের পাশে ড্রেনে পড়ে যায়। এসময় ভিকটিম এর সাথে তার নানা এবং মামা উপস্থিত ছিলো। ভিকটিম ড্রেনের প্রবল স্রোতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, ভিকটিমের মামা সাথে সাথে লাফ দিয়েও ভিকটিমকে ধরতে পারেনি।

উল্লেখ্য, গত মাসে মুরাদপুরে পানির স্রোতে খোলা ড্রেনে পড়ে সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ নিখোঁজ হয়েছিলেন। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও তার খোঁজ এখনো মিলেনি৷

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন