ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

নিখোঁজ ৮ শ্রমিকের একজনের মরদেহ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবিতে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম জাহিদ (২৯)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধারে করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।

তিনি বলেন, জাহিদ নামের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তার মামাতো ভাই মরদেহ শনাক্ত করেছেন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

নিখোঁজ সবাইকে মৃত বলে ধরে নেওয়া যায় কিনা এ বিষয়ে তিনি বলেন, ‌‘২৪ ঘণ্টা পার হয়ে গেছে। ড্রেজারের ভেতরে আটকা পড়ে থাকলে তো বেঁচে থাকার সম্ভাবনা নেই। আমরা নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছি। ড্রেজার ডুবে নিখোঁজের তালিকায় ওই ব্যক্তিও ছিলেন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।’

সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে আট শ্রমিক নিখোঁজ হন। তারা হলেন— পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আব্দুর রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, ইউসুফ হাওলাদারের ছেলে বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে আলম সর্দার, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি এবং রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকির।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ডের সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রবল স্রোতের কারণে সকালের দিকে উদ্ধারকাজ ব্যাহত হয়।

আরও পড়ুন