সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নিজের কাছে থাকা লাইসেন্সকৃত অস্ত্র জমা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোজাহের হোসেন চৌধুরী ওরফে সোহেল চৌধুরী।
সোহেল চৌধুরী মিরসরাইয়ের সাবেক পৌর প্রশাসক ও দানবীর আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার বড় ছেলে। গত ১ সেপ্টেম্বর মিরসরাই থানার উপ পুলিশ পরিদর্শক সায়েদুর রহমান লাইসেন্সকৃত রিভলবারটি গ্রহণ করেন। এই সংক্রান্ত জিডি নম্বর ২০।

জমা দেয়া অস্ত্রের বিবরণে জানা গেছে সোহেল চৌধুরী একটি রিভলবার (নম্বর- ৪১৫৩) যার লাইসেন্স নং ৩৯৪ ও ৬ রাউন্ড গুলি সহ জমা দেন।