বাংলাধারা প্রতিবেদক »
উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ মো. কামাল উদ্দীন (৩৮) নামে মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার কোটবাজারের কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক সংলগ্ন এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামাল উদ্দীন উখিয়া থানার পূর্ব বালুখালী এলাকার মো. বশির আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোটবাজারের কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহপূর্বক স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে তা বেশি মুনাফা লাভের আশায় টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে এবং ইয়াবা পাচারে সবসময়ই নিত্যনতুন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে সিএমপি আকবর শাহ্ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় ২টি মামলা রয়েছে। সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।